শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন
এস এম শামীম :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তুম সেরনিয়বাত, নিত্যনন্দ মজুমদার, যুগ্ন-সম্পাদক জসিম সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আ. রশিদ শিকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়বাত, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, রাজিহার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্তসহ প্রমুখ। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীরা তাদের রাজনৈতিক জীবন বর্ননা করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক বরাবরে আবেদন করেন। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
291 total views, 2 views today