শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন
মেয়েরা বেশি রাগ করে কেন?
ক্লাসে এক ছেলেকে এক মেয়ে বলছে-
মেয়ে: বল তো কারা বেশি রাগ করে? ছেলেরা না মেয়েরা?
ছেলে: অবশ্যই মেয়েরা।
মেয়ে: কীভাবে?
ছেলে: আমি তোমাকে একটা চুমু দিলে তুমি অবশ্যই রাগ করবে। অথচ তুমি আমাকে একটা চুমু দিলে আমি কখনোই রাগ করব না!
****
বেশি ভালো ভালো না
এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে বাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। বাবলু আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ৬ জনকে বাইরে বের করে আনল।
কিছুক্ষণ পর পুলিশ এসে বাবলুকে ধরে নিয়ে গেল। তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘বাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি। বরং ভালো কাজ করেছে।’
কথা শুনে পুলিশ রেগে গিয়ে বলল, ‘অপরাধ করেনি মানে? সে দোকান থেকে যাদের বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।’
****
কোন কাজে দু’দিকেই বিপদ?
শিক্ষক: এমন ১টা বিপদের নাম বল, যা থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ।
ছাত্র: লুঙ্গিতে আগুন লাগলে স্যার।
শিক্ষক: কীভাবে?
ছাত্র: স্যার, তখন লুঙ্গি খুললেও বিপদ, পরে থাকলেও বিপদ!
306 total views, 2 views today