বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ অপরাহ্ন
রাজশাহীঃ- রাজশাহীতে অবতরণের সময় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের ওই ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে যায়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৩ বিমানযাত্রী। পরে অক্ষত অবস্থায় যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে নভোএয়ার এয়ারলাইনসের ওই ফ্লাইটটি। বিমানটি শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করার পর পরই পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।’ এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান। তবে যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তারা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমানটি। চাকা ফেটে যাওয়ার পর বিমানের ভিতরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে আসনে থাকা সকল যাত্রীর মধ্যে। তবে শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন চালক। পরে অক্ষত অবস্থায় সকল যাত্রীকে নামিয়ে আনা হয়।