শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ১৮১০ বোতল ফেনসিডিল মামলায় মো. মাঈনুল হোসেন লিংটনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়া দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় এক জনাকীর্ণ আদালতে পটুুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকসানা পারভিন এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, ২০১৭ সালে ৩০ এপ্রিল সদর উপজেলার বসক বাজার এলাকা থেকে ১৮১০ বোতল ফেনসিডিলসহ মো. মঈনুল হোসেন লিনটনকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি টিম। পরে সদর থানার এসআই বাদী হয়ে জিআর ২০০/১৭ মামলা দায়ের করেন। পরে পটুয়াখালী সদর থানার চৌকষ অফিসার (এসআই) মেহেদি হাসান দির্ঘ তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে উক্ত মামলার স্বাক্ষীদের স্বাক্ষ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
আসামি পক্ষে অ্যাড. শহিদুর রহমান ও রাষ্ট্র পক্ষে পিপি গোলাম ওহিদ চৌধুরী টেনু মামলা পরিচালনা করেন।
311 total views, 4 views today