শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
বরিশাল: বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
তিনি জানান, এরআগে গ্রেফতার হওয়া জাকির হোসের ও জুয়েলের দেয়া তথ্যানুযায়ী হত্যাকান্ডের সাথে মিশরাত জাহানের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এরপর তাকে বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য মিশরাত নিহত মরিয়ম বেগমের বড় ছেলে কুয়েক প্রবাসী আব্দুর রবের স্ত্রী। তাদের দুটি শিশু সন্তান রয়েছে।
1,688 total views, 1 views today