শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০১:১১ পূর্বাহ্ন
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে গাঁজাও চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রোববার রাতে পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে এসআই সাইদুল ইসলাম ও এসআই বেল্লালের নেতৃতে আলীপুর বাজারের থ্রি পয়েন্ট থেকে রবিন কর্মকার, কুয়াকাটা পৌরসভার শরীফপুর মহল্লার হাসান খলিফা ও পূর্ব ডালবুগঞ্জ গ্রামের আল আমিনকে আটক করা হয়েছে। আটককৃত তিন জনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। সোমবার সকালে আটককৃতদের কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে বলে মহিপুর থানার পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আলীপুর বাজারের থ্রী পয়েন্ট থেকে বরিশাল শহরের রুপাতলী এলাকার পরিমল কর্মকারের ছেলে রবিন কর্মকারকে ২০ গ্রাম গাঁজা ও কুয়াকাটা পৌরসভার শরীফপুর মহল্লার মাসুদ খলিফার ছেলে হাসান খলিফাকে ১ লিটার চোলাই মদ এবং পূর্ব ডালবুগঞ্জ গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র আল আমিনকে ১ লিটার চোলাই মদসহ মোট ৩জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটককৃত প্রত্যেকই মাদক সেবন ও বিপননের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
304 total views, 1 views today