শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৫ মে) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাঠমিস্ত্রি সিরাজ সরদারের ছেলে ও পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র জাকির সরদারকে (১৫) পড়াশুনা না করায় শনিবার সন্ধ্যায় তার (জাকির) মা গালিগালাজ করেন। এতে অভিমান করে ওইদিন রাতে পরিবারের সবার অজান্তে জাকির গরু ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।
377 total views, 2 views today