শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় লিচু পাড়াকে কেন্দ্র করে বড়ভাইকে (৬৫) পিটিয়ে হত্যা করেছে ছোটভাই ও তার ছেলেরা। নিহতের মেয়ে এ ঘটনায় বুধবার রাতে কবিরহাট থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছোটভাইসহ দুজনকে আটক করেছে। আটকরা হলো— উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের তাজুল ইসলাম (৬০), ও তার ছেলে মামুন (৩২)
এর আগে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্বরাজুরগাঁও গ্রামের বেচু ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে। কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বিকাল বড়ভাই সফিউল্যাহ তার গাছ থেকে লিচু পাড়তে গেলে ছোটভাই তাজুল ইসলাম ও তার ছেলে মামুন ও সাইফুলের সঙ্গে ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছোটভাই তাজুল ইসলাম উত্তেজিত হয়ে বড়ভাইয়ের ওপর হামলা চালায়। পরে তার দুই ছেলেসহ বড়ভাইকে মারধর করে। এ সময় বড়ভাই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
দুপুরে আটক দুই আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
274 total views, 1 views today