শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন
হেমন্তের আগমনী গান
হিমেল হাওয়া গেয়ে যায়;
শরৎ নিয়েছে বিদায়,
কুয়াশার চাদর দিয়ে গায়।
ঘাসের মাথায় হীরার শিশির
মুকুট ঝলমল করে!
নীলাকাশ মিতালীতে মাতে
সবুজ দিগন্ত ধরে!
বাগানজুড়ে শোভা পায়
অশোক ছাতিম হিমঝুরী;
শিউলি কামিনী গন্ধরাজের
ঘ্রাণে মন যায় ভরি!
বাতাস ঢেউ খেলে
সোনালি ধানের ক্ষেতে।
কৃষাণ খুশিতে গান করে
পূর্ণতা প্রাপ্তিতে!
পরিবারের পুনর্মিলন
নবান্নের মহা উৎসবে;
ঝিয়ারী জামাই নাইওর আসে,
খুশির জোয়ারে ভাসে সবে!
নতুন চালের ফিরণি পায়েস
অমৃতের স্বাদ ক্ষীরে!
চিড়া মুড়ি খইয়ের স্বাদ বাড়ে
চিনিপাতা জমাট দইয়ে!
চাই হাতে নানা চলে
মাছ ধরার উৎসবে!
জাল কাঁধে সাথী নাতি
ডোলা হাতে গৌরবে!
দিনে লুডু লাঠিখেলা আর
কানামাছি নাগরদোলা!
রাতে আড্ডা হৈ-হুল্লোড়
বাউলা গান যাত্রাপালা!
হাসি-খুশি আনন্দ-উল্লাস
ধানে ধনে জনে গানে
চাঁদের হাট বসে ঘরে ঘরে
সাধের অগ্রহায়ণে!
আবহমান বাংলায়
এ পরম্পরা বিশ্বের সেরা!
শহরে বসে কি আছে আর;
স্মৃতি রোমন্থন ছাড়া?
116 total views, 2 views today