শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। কোনো কোনো দেশে সংক্রমণ কমে এলেও কোনো কোনো দেশে বেড়েছে। ইতিমধ্যে বিশ্বে করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।এ তথ্য ওয়ার্ল্ডওমিটারের।
করেনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে, বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত করোনাভাইরাস মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩৬ হাজার ৮৬৮। এর মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৮ লাখ ৪ হাজার ৩০ জন।
515 total views, 2 views today